আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ , দিনাজপুর-৩ (সদর) ও ফেনী-১ আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন নির্বাচনে সারা দেশের মোট ২৩৮টি আসনে বিএনপির প্রাথমিক প্রার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে বেগম খালেদা জিয়া নিজে দুটি আসনে লড়বেন বলে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রার্থী বাছাই, নির্বাচনী কৌশল এবং জোটগত অংশগ্রহণের বিষয়েও আলোচনা করেন।