বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি আর কোনো নির্বাচনে অংশ নেবেন না। মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফখরুল লেখেন, “এই নির্বাচনই আমার শেষ নির্বাচন।” যারা দলীয় মনোনয়ন পাননি, তাদের তিনি হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। ফেসবুকে তিনি আরও লিখেছেন, “মহান আল্লাহর কৃপায় বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন পাশে থাকার জন্য।
ফখরুল ব্যক্তিগত জীবন ও রাজনীতির কথা উল্লেখ করে লিখেছেন, “আমরা যারা সারাজীবন রাজনীতিতে রয়েছি, জেলে গেছি, আমাদের নিজেদের গল্প থাকে। অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭ সালে রাজনীতিতে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম, তখন আমার দুই মেয়ে খুব ছোট ছিল। ঢাকায় তারা পড়াশোনা করত। আমার স্ত্রীর বয়সও কম ছিল, সে প্রথমে হতবাক হয়েছিল। আমি তখন ঢাকার পথে ছিলাম, আমার বড় মেয়ের অপারেশনের সময় সারা রাত গাড়িতে থেকে পাশে থাকার চেষ্টা করেছিলাম। সেই সময়ের কষ্ট এখনও মনে পড়ে। তিনি আরও বলেন, “গল্পগুলো অন্য কোনো সময়ে বলব যদি আল্লাহ চান। আমাদের হাজার হাজার নেতা-কর্মীর এমন গল্প আছে।
পোস্টের শেষ ভাগে ফখরুল লেখেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব, ইনশাআল্লাহ।