• বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
মনোনয়ন না পেয়ে হেলিকপ্টারে এসে নির্বাচনী এলাকায় শুভ সিদ্দিকীর জনসভা ইসলামপুরে সুলতানের পথসভায় জনতার ঢল, ধানের শীষের পক্ষে জয়ধ্বনি জামালপুর কমিউনিটির অংশগ্রহণে ব্রহ্মপুত্র নদসহ শহর পরিচ্ছন্নতা অভিযান মেলান্দহে মাল্টি স্টেকহোল্ডার সভা সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ মাদারগঞ্জে শিক্ষাঙ্গনের অবস্থা দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক নিবন্ধন ও প্রতীক পাওয়ায় বকশীগঞ্জে এনসিপির আনন্দ মিছিল বান্দরবানে ৬ এতিম শিশুর লেখাপড়ার যাবতীয় খরচ নিলেন সেনাবাহিনী জামালপুরে নারীকে অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৩ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আর্থিক সংকটে জর্জরিত শরিয়াভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ঘোষণা করে নতুন একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশ ও কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্তটি অনুমোদন দিয়েছে সরকার। চিঠিতে বলা হয়েছে, ৫ নভেম্বর থেকে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত থাকবে এবং ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় এগুলো পরিচালিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, পাঁচ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন একটি সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবেই আজ পর্ষদ বিলুপ্ত করা হয়েছে।

এদিকে, আজ বিকেল ৪টায় গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানা গেছে। এর আগে গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ সরকারি মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দেয়।

গত এক বছরে তারল্য সংকট, বিপুল পরিমাণ শ্রেণিকৃত ঋণ, প্রভিশন ঘাটতি এবং মূলধন ঘাটতির কারণে এসব ব্যাংকের আর্থিক অবস্থা ভয়াবহভাবে অবনতি ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, তারল্য সহায়তা দেওয়া সত্ত্বেও ব্যাংকগুলোর কর্মক্ষমতা ও বাজারমূল্য ধারাবাহিকভাবে কমে যাচ্ছে, এমনকি বেশ কয়েকটির নিট সম্পদমূল্য এখন ঋণাত্মক অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category