আগামী ১৬ জানুয়ারি ঢাকার অদুরে সী শেল পার্ক এন্ড রির্সোটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ।বনভোজনে অংশগ্রহন করবেন ঢাকায় বসবাসরত স্বপরিবারে জামালপুরবাসী। বনভোজনকে সফল করার লক্ষ্যে উপ কমিটিগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ আয়োজন অংশ নেবেন সমিতির আজীবন সদস্যদের পরিবার পরিজন ছাড়াও জামালপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে সারাদিনব্যাপী থাকবে নানা খেলাধুলা, র্যাফেল ড্র সহ বিভিন্ন আয়োজন। অনুষ্ঠানকে আনন্দদায়ক করার জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কন্ঠশিল্পী লুইপা ও রিংকু পাল।
এতে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য জামালপুর সমিতি ঢাকার সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত এবং মহাসচিব মোঃ তারিকুল আজম।
বনভোজনকে উৎসবমুখর ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে আহ্বায়ক ও ক্যাপ্টেন মো. শহীদুল ইসলাম বি. এন (অব:) সদস্য সচিব ও গোলাম হাফিজ নাহিনকে যুগ্ম সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বনভোজনে যাতায়াতের জন্য এলাকভিত্তিক বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে। রেজিস্ট্রেশনের মাধ্যমে কুপন সংগ্রহ করে যে কেউ অংশগ্রহন করতে পারবেন।