• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
মেলান্দহে আওয়ামী লীগের নেতাকে নিয়ে সরিষা ক্ষেত পরিদর্শন করলেন ইউএনও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন অবশেষে শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির প্রার্থী টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার মাদারগঞ্জে ৯ জুয়ারী আটক ও ৩টি মোটরসাইকেল জব্দ ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, এক দিন আগেও না, পরেও না : প্রধান উপদেষ্টা দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ : সেনাপ্রধান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি-ভাঙচুর বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি-ভাঙচুর

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ১৬ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকালে ৩৮নং ওয়ার্ডে অবস্থিত আমাদের একটি সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটছে। কে বা কারা করছে জানা যায়নি। অফিসে থাকা ব্যানার, ফেস্টুন, আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল আসন্ন গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। কিন্তু যদি গণভোটে ‘না’ জয়যুক্ত হয়, তাহলে দেশে পুরোনো পদ্ধতিই বহাল থাকবে এবং এর ফলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণার ‘ক্যারাভ্যান’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘হ্যাঁ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ দল ‘না’-এর পক্ষে কথা তুলছে। আমরা বলতে চাই, গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের ভোট নাও দেন, তবু আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

গণভোটে দেশকে ৫০ বছর এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা ‘না’-এর পক্ষে কথা বলছেন, তারা আসলে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। ‘না’ ভোট পাস হলে যে ক্ষমতায় আসবে, সেই শক্তি স্বৈরাচারী হবে। তাই এবারের ভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেওয়ার ভোট। মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান রইল। ১১ দলীয় জোট নির্বাচনে জিতলে সরকার গঠন করে সংস্কারকাজ সম্পন্ন করবে জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়াবে বলে দেশকে ছারখার করে দিয়েছে। সস্তা প্রচারণা করে মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে না।

তিনি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস নিয়েও কথা বলেন। নাহিদ বলেন, ‘এ সরকারের আমলেও আমরা প্রশ্নফাঁসের ঘটনা দেখেছি। ‘হ্যাঁ’ ভোট ব্যর্থ হলে দেশ ফের আগের ব্যবস্থাতেই ফিরে যাবে। অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সারা দেশে গণভোটের পক্ষে আমাদের প্রচার শুরু হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category