• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
মেলান্দহে আওয়ামী লীগের নেতাকে নিয়ে সরিষা ক্ষেত পরিদর্শন করলেন ইউএনও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন অবশেষে শেরপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির প্রার্থী টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার মাদারগঞ্জে ৯ জুয়ারী আটক ও ৩টি মোটরসাইকেল জব্দ ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, এক দিন আগেও না, পরেও না : প্রধান উপদেষ্টা দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ : সেনাপ্রধান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি-ভাঙচুর বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার ও জালিয়াতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেন, সাম্প্রতিক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটেছে, যা একটি স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত পরীক্ষাটি বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে চাকরির পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র বোর্ড গঠন এবং প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্যে ওমর ফারুক বলেন-‘আমরা দেখেছি জামালপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সারাদিন পড়াশোনা করে যদি চাকরির পরীক্ষায় ন্যায্যতা না পাই, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

আরেক বক্তা শামসুদ্দিন সুলাইমান বলেন- ‘যারা আজ শিক্ষা মন্ত্রণালয়ে বসে আছেন তারা হয়তো ভুলে গেছেন আমরা ২০২৪ সালে কোটা আন্দোলন দিয়ে শুরু করে সরকার পতন পর্যন্ত গিয়েছিলাম। অতিবিলম্বে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা না নিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ করেন। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসানের কাছে স্মারকলিপি প্রদান করেন নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category